শনিবার

২৭ এপ্রিল ২০২৪


১৪ বৈশাখ ১৪৩১,

১৮ শাওয়াল ১৪৪৫

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:২৫, ১৫ নভেম্বর ২০২১   আপডেট: ০০:১৯, ১৬ নভেম্বর ২০২১
কথাসাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই

ছবি: কথাসাহিত্যিক হাসান আজিজুল হক

ঢাকা (১৫ নভেম্বর): প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহীর বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যু বরণ করেন।

নাট্যজন অধ্যাপক মলয় ভৌমিক ও রাবি শিক্ষক অধ্যাপক শাহ আজম শান্তনু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে রাজশাহীতে

আরো পড়ুনঃ খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে

হাসান আজিজুল হক ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। এ বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সাল পর্যন্ত একনাগাড়ে ৩১ বছর অধ্যাপনা করেন। এরপর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে নগরের চৌদ্দপায় এলাকার আবাসিক এলাকায় বসবাস করে আসছিলেন।

সাহিত্যে অবদানের জন্য হাসান আজিজুল হক ১৯৭০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। এছাড়া ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে এবং ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়