বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

৩০ সেকেন্ডে করোনা দূর করে মাউথওয়াশ: স্টাডি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:২৭, ১৮ নভেম্বর ২০২০  
৩০ সেকেন্ডে করোনা দূর করে মাউথওয়াশ: স্টাডি

ছবি: সংগৃহীত

ঢাকা (১৮ নভেম্বর): মাউথওয়াশ ৩০ সেকেন্ডে করোনাভঅইরাস দূর করতে পারে বলে এক স্টাডিতে দাবি করা হয়েছে। কার্ডিফ ইউনিভার্সিটির গবেষকরা এক স্টাডি করে এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরা।

কার্ডিফ ইউনিভার্সিটির গবেষকরা স্টাডিতে দেখেছেন যে, মাউথওয়াশে অন্তত .০৭ ভাগ সিটেলপিরিডিনিয়াম ক্লোরাইড (সিপিসি) রয়েছে। এটা করোনভাইরাসের সংক্রমন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের স্টাডির প্রাথমিক রিপোর্ট গত সপ্তাহে প্রকাশিত আরেকটি স্টাডিকেই জোড়ালো ভাবে সমর্থন করছে। ওই স্টাডিতে দাবি করা হয়েছে করোভাইরাসে আক্রান্ত মানুষের কাছ থেকে এর সংক্রমনের বিস্তার রোধে মাউথ ওয়াশের সিপিসি কার্যকর ভূমিকা রাখতে পারে।

করোনা আক্রান্ত রোগীর লালা থেকে এর বিস্তার রোধে মাউথওয়াশ কার্যকর কিনা এটা পরীক্ষা করতে দেখতে কার্ডিফে ইউনিভার্সিটি হসপিটাল অব ওয়েলসের রোগীদের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর প্রাক্কালে এ স্টাডির তথ্য জানা গেল। ২০২১ সালের শুরুতে এ তথ্য আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়