সোমবার

১৫ সেপ্টেম্বর ২০২৫


৩১ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নতুন নম্বর

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:১৪, ২৯ মার্চ ২০২১   আপডেট: ২২:২০, ২৯ মার্চ ২০২১
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নতুন নম্বর

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর লোগো, ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর পরিবর্তন করা হয়েছে। নতুন ১১ ডিজিটের নম্বরটি হচ্ছে ০২২২৩৩-৫৫৫৫৫।

রোববার দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহজাহান শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ এপ্রিল বেলা ১১টা থেকে ১১ ডিজিটের এই নতুন সংযোগটি চালু করা হবে। একইসঙ্গে নতুন নম্বরটি চালু হলে পুরনো নম্বরটি বন্ধ হয়ে যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তথ্যের ভিত্তিতেই সেবা দিয়ে থাকে। এক্ষেত্রে দেখা যায়, সেবাগ্রহীতাদের তথ্য দেয়ার প্রধান মাধ্যমই হলো মুঠোফোন। তাই ১১ ডিজিটের এই নতুন নম্বরে সরাসরি যেকোনো ল্যান্ড ফোন এবং মোবাইল ফোন থেকে কল করা যাবে। এর জন্য অতিরিক্ত কোনো নম্বর দিতে হবে না। নতুন এই ফোন নম্বরের সাহায্যে একসঙ্গে ১০ জন সেবা গ্রহীতা ফোন কল করার সুযোগ পাবেন।

প্রসঙ্গত ফায়ার সার্ভিসের বর্তমান ফোন নম্বর ৯৫৫৫৫৫৫ আগামী ১১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে। এজন্য সবাইকে উক্ত নতুন নম্বরে যোগাযোগ করতে হবে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়