শনিবার

২৭ এপ্রিল ২০২৪


১৪ বৈশাখ ১৪৩১,

১৭ শাওয়াল ১৪৪৫

পিএসসি আইনের প্রস্তাব অনুমোদন

প্রশ্ন ফাঁসে জড়িত হলে দশ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৫৫, ১৯ অক্টোবর ২০২১   আপডেট: ২১:৩৯, ১৯ অক্টোবর ২০২১
প্রশ্ন ফাঁসে জড়িত হলে দশ বছর কারাদণ্ড

মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

ঢাকা (১৯ অক্টোবর): প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত হলে বা করলে সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড বা সর্বনিম্ন তিন বছর কারাদণ্ডের বিধান যুক্ত করে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আইনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।  ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে এ সাজা দিতে পারবে।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে সভাপতিত্ব করেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে অনুষ্ঠিত সংস্থা সম্মেলনে এ তথ্য জানান।

সচিব বলেন, ১৯৭৭ সালের একটি অধ্যাদেশ দিয়ে পিএসসি চলে আসছে। একটি পূর্ণাঙ্গ আইন করার জন্য এ আইনের খসড়া পেশ করা হয়েছে।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়