শনিবার

২৭ এপ্রিল ২০২৪


১৪ বৈশাখ ১৪৩১,

১৮ শাওয়াল ১৪৪৫

চলতি সপ্তাহেই ফাইজারের টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা: স্বাস্থ্য মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৫৬, ১২ অক্টোবর ২০২১   আপডেট: ২২:০১, ১২ অক্টোবর ২০২১
চলতি সপ্তাহেই ফাইজারের টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা: স্বাস্থ্য মহাপরিচালক

ছবি: সংগৃহীত

ঢাকা (১২ অক্টোবর): ২১ জেলার ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীরা ফাইজারের টিকা দেওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। তিনি আরও জানিয়েছেন, চলতি সপ্তাহেই ওই শিক্ষার্থীদের এ টিকা দেওয়ার কর্মসূচি শুরু হবে বলে আশা করছেন। 

আজ মঙ্গলবার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।

ডা. এ বি এম খুরশীদ আলম জানান, সারা দেশের ২১টি জেলায় যেখানে মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রায় ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণের সুযোগ আছে, এমন সব কেন্দ্রে চলবে স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান। আশা করছি, এই সপ্তাহেই আমরা শুরু করতে পারব।

তিনি বলেন, আমরা পরিকল্পনা করেছি প্রাথমিকভাবে আগারগাঁয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টিকা দেওয়ার। তাহলে আমরা এক সাথে অনেক শিশুকে দিতে পারব। এটা তো চাইলে হবে না, জায়গা পেতে হবে, লোকবলের বিষয় আছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, স্কুল শিক্ষার্থীদের তালিকা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরবরাহ করবে। আমরা তাদের বিস্তারিত সুরক্ষা প্ল্যাটফর্মে দিয়ে দিব। আমরা যেকোনো একটা টিকা দেওয়ার আগে টেস্ট রান করি। ৫০-১০০ জন যেটুকু পারি সেটা দিয়ে করব। তাদেরকে দিয়ে আমরা পর্যবেক্ষণ করব। এরপর বড় আকারে দিব।  

এর পূর্বে, এ মাসের শুরুতে ১২ বছরের অধিক শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এদিকে, গত রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বাংলাদেশের ১৮ বছরের নিচে স্কুলশিক্ষার্থীদের করোনার টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্মতি দিয়েছে।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়