শনিবার

২৭ এপ্রিল ২০২৪


১৪ বৈশাখ ১৪৩১,

১৭ শাওয়াল ১৪৪৫

কুমিল্লায় পাথরবাহী ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ৩

কুমিল্লা সংবাদদাতা || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:১১, ১১ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৭:১৪, ১১ সেপ্টেম্বর ২০২১
কুমিল্লায় পাথরবাহী ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

কুমিল্লা (১১ সেপ্টেম্বর): কুমিল্লায় পাথরবাহী ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল ৬টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— বুড়িচংয়ের ডাকালাপাড়া গ্রামের অটোরিকশাচালক ইকবার হোসেন সাগর (২৮), অটোরিকশাযাত্রী মৌলভীবাজার জুড়ির ইউসুফ (২২) ও জুড়ি উপজেলার সাহাপুর এলাকার আব্দুল আহাদ (৪০)। 

এ দুর্ঘটনার পর প্রায় ঘণ্টা খানেক ওই সড়কে সকলপ্রকার যান চলাচল বন্ধ থাকে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে পাথরবোঝাই ট্রাক একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও দুই যাত্রী নিহত হন। 

ময়নামতি হাইওয়ে থানার ওসি আনিছুর রহমান গণমাধ্যমকে জানান, ট্রাক এবং দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনায় ট্রাকচালকসহ তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়