রাঙ্গামাটিতে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
সংগৃহিত
নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি জেলায় আজ চারদিনব্যাপী প্রণিসম্পদ সেবা সপ্তাহ, প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাঙ্গামাটি বাবু কান্ত চাকমা স্মৃতি রাঙ্গাপানি মাঠে জেলা প্রাণি সম্পদ বিভাগের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোসাররফ হোসেন খান।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম জাহিদ(সদর সার্কেল) , প্রাণি সম্পদ বিভাগের আহবায়ক জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: এ কে এম ফজলুল হক প্রমুখ।
পরে অতিথিবৃন্দ জেলার স্থানীয় খামারীদের গবাদিপশুর প্রদর্শনী স্টল ঘুরে দেখেন।
প্রদর্শনীতে বিভিন্ন উন্নত জাতের গাভী,ষাড়সহ বিভিন্ন গৃহপালিত পশু -পাখি, মুরগী প্রদর্শনীতে স্থান পেয়েছে।