শুক্রবার

২৬ এপ্রিল ২০২৪


১৩ বৈশাখ ১৪৩১,

১৭ শাওয়াল ১৪৪৫

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ফের ১২ জনের মৃত্যু

রাজশাহী ব্যুরো || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:২১, ১৫ জুন ২০২১   আপডেট: ১৮:২৯, ১৫ জুন ২০২১
রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে ফের ১২ জনের মৃত্যু

ফাইল ছবি

রাজশাহী (১৫ জুন): রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ জনের করোনাভাইরাস পজেটিভ ছিল। বাকি ৪ জনের করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। 

মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, রাজশাহীর ৩ জন, নাটোরের ও নওগাঁর একজন করে রয়েছেন। মঙ্গলবার হাসপাতালটির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে চলতি মাসের ১৫ দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৪৮ জন। এর মধ্যে ৮৮ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৮ জন। এর মধ্যে রাজশাহীর ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮ জন, নাটোরের চারজন, নওগাঁর ৫ জন এবং কুষ্টিয়ার দু'জন। এ নিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩২৫ জন। 

এদের মধ্যে রাজশাহীর ১৮৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮২ জন, নাটোরের ১৭ জন, নওগাঁর ২৬ জন, পাবনার ৪ জন, কুষ্টিয়ার ৬ জন এবং চুয়াডাঙ্গার একজন ।

ওই সূত্রে আরও জানা যায়, সোমবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৬৮টি নমুনা পরীক্ষায় ১৫টি ইনভ্যালিড হয়ে ৩৫৩টি নমুনার মধ্যে ১১১জনের পজেটিভ আসে। শনাক্তের হার ছিলো ৩১ দশমিক ৪৪ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৯৯ নমুনায় ২২ জনের পজেটিভ আসে। শনাক্তের হার ২১ দশমিক ৩৬ শতাংশ। নওগাঁ জেলার ৮৮ টি নমুনায় ৪৩ জনের পজেটিভ আসে।  শনাক্তের হার ছিলো ৪৭ দশমিক ২৫ শতাংশ। এ দিন নাটোর জেলার তিনটি নমুনায় একজনের পজেটিভ আসে। শনাক্তের হার ছিলো ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টার আগের ২৪ ঘণ্টায়ও ওই হাসপাতালে করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়েছিল। যাদের মধ্যে ১০ জন করোনাভাইরাস সংক্রমণে ও বাকি ২ জন উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়