শনিবার

২৭ এপ্রিল ২০২৪


১৪ বৈশাখ ১৪৩১,

১৭ শাওয়াল ১৪৪৫

খুলনায় এক সপ্তাহের বিধিনিষেধ জারি

খুলনা ব্যুরো || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৪৬, ১২ জুন ২০২১   আপডেট: ০০:৫০, ১২ জুন ২০২১
খুলনায় এক সপ্তাহের বিধিনিষেধ জারি

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (১১ জুন): খুলনায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 

শুক্রবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এতে প্রধান অতিথি ছিলেন। সভায় খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন অনলাইনে যুক্ত ছিলেন।

ওই বৈঠকে নেওয়া বিধিনিষেধের মধ্যে রয়েছে— বিকাল পাঁচটার পর কোনো দোকান, শপিং মল, রেস্তোরাঁ ইত্যাদি খোলা রাখা যাবে না। তবে, সকল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখা যাবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হয়ে অযথা ঘোরাঘুরি করতে পারবে না। ইজিবাইক চলবে অর্ধেক এবং অর্ধেক সংখ্যক যাত্রী নিয়ে। কাঁচাবাজার ও ওষুধের দোকান এই বিধিনিষেধ আওতামুক্ত থাকবে।

ওই সভায় সিদ্ধান্ত হয় খুলনা করোনা রোগীর চিকিৎসার শয্যাসংখ্যা বাড়ানো হবে। সেক্ষেত্রে সদর হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তরিত করার সিদ্ধান্ত হয়। এজন্য প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক সাপোর্টের জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে অতিসত্ত¡র যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইকবাল হোসেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সরকারি কর্মকর্তাসহ কমিটির সদস্যরা।

প্রসঙ্গত, খুলনা জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত ১৯২ মারা গেছেন। এ ছাড়া, করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন ১১ হাজার ৯১ জন। 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়