শনিবার

২৭ এপ্রিল ২০২৪


১৪ বৈশাখ ১৪৩১,

১৭ শাওয়াল ১৪৪৫

যতদিন মানুষের প্রয়োজন হবে সুনামগঞ্জে সেনাবাহিনী ততদিন থাকবে: সেনাপ্রধান

সুনামগঞ্জ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৩৬, ২৩ জুন ২০২২  
যতদিন মানুষের প্রয়োজন হবে সুনামগঞ্জে সেনাবাহিনী ততদিন থাকবে: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ফাইল ছবি, সংগৃহিত

সুনামগঞ্জ (২৩ জুন): বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, দুর্যোগ জাতীয়ভাবে মোকাবিলা করতে হবে। দুর্যোগে সাহস নিয়ে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। যতদিন মানুষের প্রয়োজন হবে সুনামগঞ্জে সেনাবাহিনী ততদিন থাকবে। 

তিনি আরও বলেন, এখানে অনেকে এখনো পানিবন্দী রয়েছেন।

আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ সদরের সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ এমন সক্ষমতার জায়গায় পৌঁছেছে এর চেয়ে বড় দুর্যোগ মোকাবিলা করতে পারব, ইনশাআল্লাহ। দুর্যোগ এসেছে সেটা সাহস, ধৈর্য ও আন্তরিকতার সাথে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে। আমাদের প্রথম লক্ষ্য হল মানুষের জীবন রক্ষা। দ্বিতীয়ত, তাদের স্বাস্থ্য ও অন্য বিষয়গুলো খেয়াল রাখা। এ লক্ষ্যে যা করণীয় সেটা আমরা করে যাচ্ছি।

ত্রাণ বিতরণের সময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র নাদের বখতসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়