শুক্রবার

২৬ এপ্রিল ২০২৪


১৩ বৈশাখ ১৪৩১,

১৭ শাওয়াল ১৪৪৫

ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:০৩, ৩ আগস্ট ২০২১  
ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা

ছবি: সাদিয়া ফয়জুননেসা

ঢাকা (০২ আগস্ট): সাদিয়া ফয়জুননেসাকে ব্রাজিলে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমানে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে দায়িত্ব পালন করছেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কূটনীতিক সাদিয়া ফয়জুননেসা বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৮তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

ফয়জুননেসা কূটনীতিক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ উইংয়ের মহাপরিচালক, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে উপ-স্থায়ী প্রতিনিধির দায়িত্বসহ ব্যাংকক, বার্লিন এবং মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সাদিয়া ফয়জুননেসা ঢাক বিশ^বিদ্যালয়ের অধীন ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়