শুক্রবার

২৬ এপ্রিল ২০২৪


১৩ বৈশাখ ১৪৩১,

১৭ শাওয়াল ১৪৪৫

চার ছিনতাইকারীর লাশ ঝুলিয়ে রাখল তালেবান

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:০০, ২৬ সেপ্টেম্বর ২০২১  
চার ছিনতাইকারীর লাশ ঝুলিয়ে রাখল তালেবান

ছবি: সংগৃহীত

ঢাকা (২৬ সেপ্টেম্বর): ছিনতাইয়ের সময় গোলাগুলিতে নিহত চার ছিনতাইকারী লাশ ক্রেনের সাহায্যে প্রকাশ্যে ঝুলিয়ে রাখল তালেবান। গতকাল শনিবার আফগানিস্তানের হেরাত শহরের চারটি স্থানে চার মরদেহ ঝুলে থাকতে দেখা গেছে। খবব ডয়েচে ভেলে, এপি ও দেশটির বেশ কিছু গণমাধ্যম।

সংবাদ-মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, হেরাত শহরের এক তালেবান কর্মকর্তা আফগানিস্তানের প্রধান টেলিভিশন নেটওয়ার্ক টলো নিউজকে জানান, ওই চার ব্যক্তির বিরুদ্ধে এক ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগ ছিল। তা ছাড়া নিহত চার ব্যক্তি নিয়মিত বিভিন্ন এলাকায় ছিনতাই করত। তালেবানের সঙ্গে গোলাগুলিতে তারা নিহত হয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, অপহরণ কিংবা ছিনতাইয়ে জড়িত অন্যদের ‘শিক্ষা’ দিতে চৌরাস্তায় মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

এদিকে, বার্তাসংস্থা এপি জানিয়েছে, শহরের ঠিক মধ্যভাগে একটি মরদেহ ঝুলে থাকতে দেখা গেছে। স্থানীয় দোকানদার ওয়াজির আহমেদ সিদ্দিকী এপিকে জানান, তালেবান শহরে চারটি মরদেহ নিয়ে এসেছিল। একটি মরদেহ শহরের মধ্যভাগে ঝুলানো হয়। বাকি তিনটি অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হয়।

গণমাধ্যমগুলোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থানীয়দের দেওয়া তথ্যমতে, ওই প্রদেশে অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তালেবান।

প্রসঙ্গত, ইতোমধ্যেই তালেবানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, আফগানিস্তানে বিভিন্ন অপরাধের সাজা হিসেবে শিরশ্ছেদ, অঙ্গচ্ছেদের মতো কঠোর শাস্তি ফের চালু করা হবে।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়