শুক্রবার

২৬ এপ্রিল ২০২৪


১৩ বৈশাখ ১৪৩১,

১৭ শাওয়াল ১৪৪৫

ইরানে কর্নেলসহ রেভুলেশনারি গার্ডের ২০ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৩৮, ১ অক্টোবর ২০২২  
ইরানে কর্নেলসহ রেভুলেশনারি গার্ডের ২০ সদস্য নিহত

ছবি: সংগৃহীত

ঢাকা (০১ অক্টোবর): ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সংঘর্ষে রেভুলেশনারি গার্ডের এক সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। এই নিয়ে সিস্তান-বালুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানের পুলিশ স্টেশনের কাছে শুক্রবার গুলি বিনিময়ের ঘটনায় নিহতের সংখ্যা ২০ জনে দাঁড়ালো।

শনিবার এক ঘোষণায় রেভুলেশনারি গার্ড জানিয়েছে, সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে আহত গোয়েন্দা কর্মকর্তা কর্নেল হামিদ রেজা হাশেমি মারা গেছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সংঘর্ষে নিহতদের মধ্যে গার্ডের প্রদেশিক গোয়েন্দা কর্মকর্তা কর্নেল আলি মৌসাবিও রয়েছেন।

বার্তা সংস্থা তাসনিম শনিবার জানিয়েছে, সুন্নি বিদোহী সংগঠন জয়েস আল আদল (আর্মি অব জাস্টিস) জাহেদানের কাছে পুলিশ স্টেশনে হামলার দায় স্বীকার করেছে।

সিস্তান-বালুচিস্তানের প্রাদেশিক গভর্ণর হোসেই খিয়াবানি রাষ্ট্রীয় টেলিভিশনকে শুক্রবার জানিয়েছিলেন ওই হামলায় মোট ২০ জন আহত হয়েছেন। তিনি বলেন, বিদ্রোহীরা বেশ কয়েকটি সুপারস্টোরে লুটপাটের পর আগুন ধরিয়ে দিয়েছে। বেশ কয়েকটি ব্যাংক ও সরকারী ভবনেরও তারা ক্ষতি সাধন করেছে।

এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে একটি বাসে আত্মঘাতী হামলা চালিয়ে বিদ্রোহীরা ২৭জন গার্ড সদস্যকে হত্যা করেছিল।     

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়