শনিবার

২৭ এপ্রিল ২০২৪


১৪ বৈশাখ ১৪৩১,

১৭ শাওয়াল ১৪৪৫

মুম্বাইয়ে বহুতল ভবনে আগুনে নিহত ৭, আহত অন্তত ১৫

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:৩০, ২২ জানুয়ারি ২০২২   আপডেট: ১২:৩৩, ২২ জানুয়ারি ২০২২
মুম্বাইয়ে বহুতল ভবনে আগুনে নিহত ৭, আহত অন্তত ১৫

ছবি: সংগৃহীত

ঢাকা (২২ জানুয়ারি): ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে একটি ২০তলা ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।

আহতদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, আজতাকসহ ভারতীয় বিভিন্ন সংবাদ-মাধ্যম।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সকাল সাতটার দিকে মুম্বাইয়ের তার্দেও এলাকায় এ ঘটনা ঘটে। মুম্বাইয়ের গান্ধী হাসপাতালের বিপরীতে ২০তলা ‘কমলা ভবন’-এর ১৮তলায় আগুন লাগে।

এদিকে, মুম্বাইয়ের মেয়র কিশোরী পেড়নেকর জানান, আবাসিক ভবনটির ছয়জন বয়স্ক বাসিন্দার অক্সিজেন সহায়তার দরকার হচ্ছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আসলেও প্রচুর ধোঁয়া বের হচ্ছে। আটকেপড়া সবাইকে উদ্ধার করা হয়েছে।

মুম্বই ফায়ার ব্রিগেড সূত্রে জানা গেছে, আগুন নেভানোর জন্য সেখানে ১৩টি ইউনিট কাজ করছে।  
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়