শুক্রবার

২৬ এপ্রিল ২০২৪


১৩ বৈশাখ ১৪৩১,

১৭ শাওয়াল ১৪৪৫

ভবিষ্যতের সুপারস্টার জেমিসন: নাসের হুসেইন

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৩৫, ২১ জুন ২০২১  
ভবিষ্যতের সুপারস্টার জেমিসন: নাসের হুসেইন

ছবি সংগৃহীত

ঢাকা (জুন ২১): বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট করে দিয়েছে নিউজিল্যান্ড। যার পুরো কৃতিত্ব কাইল জেমিসনের। ডানহাতি এই পেসার একাই ৫ উইকেট নিয়েছেন। যার মধ্যে ৩ উইকেট ছিল বিরাট কোহলি, রোহিত শর্মা এবং ঋষভ পান্তের মতো ব্যাটসম্যানের।

শুধু তাই নয় অভিষেকের পর থেকেই দারুণ বল করে চলেছেন জেমিসন। এখন পর্যন্ত তার খেলা ৮ টেস্টে পাঁচবারই ইনিংসে ৫টি করে উইকেট শিকার করেছেন তিনি। যা অব্যাহত রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও।

তৃতীয় দিনের খেলা শেষে তাই জেমিসনের প্রশংসা শোনা গেল সাবেকদের মুখে। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার নাসের হুসেইন মনে করছেন, এই ধারা অব্যাহত রাখলে জেমিসন ভবিষ্যতে সুপার স্টার হতে চলেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে কিভাবে বোলিং করতে হয় এটাই দ্রুতই শিখে গেছেন বলেও মনে করেন নাসের। ম্যাচ চলাকালীন নাসের বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে তার (কাইল জ্যামিসন) প্রভাব এবং তার ধারাবাহিকতা বেশ দারুণ। সে তার ক্যারিয়ারে মাত্র আটটি টেস্ট ম্যাচ খেলেছে এবং ইতিমধ্যে পাঁচবার পাঁচ উইকেট পেয়েছে। তার নিউজিল্যান্ড দলে তাত্ক্ষণিক প্রভাব বেশ ফলপ্রসু।'

তিনি আরো বলেন, 'জ্যামিসন এই পর্যায়ে আসলো এবং সে অসাধারণ বোলিং করতে শুরু করলো। ম্যাচের সময় সে যেভাবে বোলিংয়ে পরিবর্তন এনেছে মনে হয় যেন সে দ্রুতই শিখে গেছে। এই ফাইনাল ম্যাচে এসে নবাগত হিসাবে এবং এমন পারফরম্যান্স এটাই প্রমাণ করে ভবিষ্যতে সে সুপারস্টার হতে চলেছে।'

তৃতীয় দিনের প্রথম সেশনের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন কোহলি। তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই জেমিসনই। দিনের শুরুতেই কোহলির উইকেট পাওয়াটা তাই জেমিসনের জন্য অসাধারণ ছিল বলে মনে করেন নাসের।

নাসের বলেন, 'কোহলি তাদের দলের একটি বড় অংশ এবং দুর্দান্ত উইকেট পেতে সে খুব সামর্থ্যবান। তাই খুব দ্রুতই কোহলির উইকেট পাওয়াটা অসাধারণ। আমি এটাই অনুমান করছি যে দিনটি কীভাবে অনুসরণ করেছিল সে এবং সেটা তার জন্য খুবই সুন্দর, আনন্দদায়ক এবং বেশ গুরুত্বপূর্ণ ছিল।'

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়