শনিবার

২৭ এপ্রিল ২০২৪


১৪ বৈশাখ ১৪৩১,

১৮ শাওয়াল ১৪৪৫

পদ্মা সেতুর বিশেষজ্ঞ প্যানেলের ব্যক্তিবর্গ

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:০৮, ২৪ জুন ২০২২   আপডেট: ১৭:২১, ২৪ জুন ২০২২
পদ্মা সেতুর বিশেষজ্ঞ প্যানেলের ব্যক্তিবর্গ

ছবি: সংগৃহীত

ঢাকা (২৪ জুন): খরস্রোতা পদ্মায় যে সেতু দুই পাড়কে বাঁধল, তার নির্মাণে সর্বোচ্চ মান নিশ্চিতের চেষ্টা আর কারিগরি চ্যালেঞ্জ সামলাতে গিয়ে বিশ্বের সামনে নজির স্থাপন করেছে বাংলাদেশ।

এই প্রায় অসাধ্যকাজকে সাধন করতে পদ্মা সেতু নির্মাণের আগে মরহুম প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে গঠন করা হয়েছিল বিশেষজ্ঞ প্যানেল। এই প্যানেলের পরিকল্পিত স্বপ্নই আজকের বাস্তব পদ্মা সেতু। তবে এদের মধ্যে অনেক কীর্তিমানই পদ্মা সেতুর শেষ দেখে যেতে পারেননি। এ নিয়ে আমাদের আক্ষেপ থাকবে, তবে ইতিহাস তাদেরকে মনে রাখবে।

২২ জুন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বারবার স্মরণ করেছেন বাংলাদেশের প্রকৌশলীদের অবদানের কথা, বিশেষজ্ঞদের কথা। তিনি স্মরণ করছেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর কথা। প্রধানমন্ত্রী বলছিলেন, জামিলুর রেজা চৌধুরী দেখে যেতে পারলেন না!

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ছাড়াও এ বিশেষজ্ঞ প্যানেলে আরও যারা ছিলেন, তাদের সংক্ষিপ্ত পরিচিত তুলে ধরা হলো।

মরহুম প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী
(প্যানেলের সাবেক চেয়ারম্যান)
সাবেক চেয়াারম্যান, সাবেক অধ্যাপক (সিভিল ইঞ্জি.), বুয়েট
প্রাক্তন ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটি অব ব্র্যাক এবং
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ঢাকা।
 

প্রফেসর ড. এম. শামীম জেড. বসুনিয়া
চেয়ারম্যান
অধ্যাপক এমেরিটাস,
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ঢাকা,
প্রাক্তন অধ্যাপক সিভিল ইঞ্জিনিয়ারিং, বুয়েট, ঢাকা।

প্রফেসর ড. আইনুন নিশাত
সদস্য, নদী প্রকৌশল
প্রফেসর ইমেরিটাস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা
 প্রাক্তন অধ্যাপক (সিভিল ইঞ্জি.),
বুয়েট, ঢাকা ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

প্রফেসর ড. এ. এম. এম. শফিউল্লাহ
সদস্য, জিওটেকনিক্যাল অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং,
সাবেক অধ্যাপক (সিভিল ইঞ্জি.), বুয়েট, ঢাকা
এবং উপাচার্য,
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা।


প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ
সদস্য, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং
সাবেক অধ্যাপক (সিভিল ইঞ্জি.), বুয়েট, ঢাকা
এবং ভাইস চ্যান্সেলর, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, ঢাকা।


মরহুম প্রফেসর ড. আলমগীর মজিবুল হক
সদস্য, পরিবহন প্রকৌশল
সাবেক অধ্যাপক (সিভিল ইঞ্জি.) বুয়েট, ঢাকা।

ক্লাউস হেনরিক ওস্টেনফিল্ড
সদস্য, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং
অ্যাডজাংক্ট প্রফেসর, কারিগরি বিজ্ঞান অনুষদ আরহাস ইউনিভার্সিটি, ডেনমার্ক
নতুন প্রযুক্তিসহ দীর্ঘ স্প্যান সেতুর ডিজাইন ডেভেলপমেন্টের বিশেষজ্ঞ পরামর্শদাতা।

প্রফেসর ড. কেনজি ইশিহার
সদস্য, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং
অধ্যাপক (সিভিল ইঞ্জি.), টোকিও বিশ্ববিদ্যালয়, জাপান।

প্রফেসর ড. ইয়োজো ফুজিনো
সদস্য, ব্রিজ ইঞ্জিনিয়ারিং
অধ্যাপক (সিভিল ইঞ্জি.), টোকিও বিশ্ববিদ্যালয়, জাপান।

ফরচুনাতো কারভাজাল মোনার
সদস্য, নদী প্রকৌশল
সিনিয়র কোস্টাল অ্যান্ড রিভার ইঞ্জিনিয়ার, কলম্বিয়া
সাবেক ডেপুটি প্রজেক্ট ম্যানেজার,
যমুনা বহুমুখী সেতু নদী শাসন নকশা প্রকল্প।

ড. মোহাম্মদ আউয়াল
সদস্য, ব্রিজ ইঞ্জিনিয়ারিং
স্ট্রাকচারাল ডিজাইন ইঞ্জিনিয়ার, সান ফ্রান্সিসকো বে ব্রিজ, মার্কিন যুক্তরাষ্ট্র।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়