শনিবার

২৭ এপ্রিল ২০২৪


১৪ বৈশাখ ১৪৩১,

১৮ শাওয়াল ১৪৪৫

পি কে হালদারের ঘনিষ্ঠ সহযোগী রতন বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:৫৬, ১৭ মে ২০২২   আপডেট: ১৩:০৪, ১৭ মে ২০২২
পি কে হালদারের ঘনিষ্ঠ সহযোগী রতন বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা

ফাইল ছবি, সংগৃহিত

ঢাকা (১৭ মে): পি কে হালদার চক্রের সদস্য রতন কুমার বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার তার বিরুদ্ধে সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার হোসেন প্রধান মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, রতন কুমারের ৫ কোটি ৮২ লাখ টাকার সম্পদের বৈধ কোনো উৎসই পাওয়া যায়নি। 

জানা গেছে, পি কে চক্রের আরও কয়েকজন সদস্যদের সম্পদের উৎস খতিয়ে দেখছে দুদক। তদন্ত সংশ্লিষ্টরা মনে করছেন, তদন্তে পি কে সিন্ডিকেটের আরও দুর্নীতির তথ্য বেরিয়ে আসবে। এরই মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং এবং ফাস ফাইন্যান্সসহ চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণের নামে লোপাটের তথ্য পেয়েছে দুদক। পিকে হালদার এবং তার সহযোগীরা এসব দুর্নীতিতে জড়িত ছিলেন।

ঋণ জালিয়াতির ঘটনায় দুদক এ পর্যন্ত ৩৬টি মামলা করেছে। আরও এক ডজন মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়