শুক্রবার

২৬ এপ্রিল ২০২৪


১৩ বৈশাখ ১৪৩১,

১৭ শাওয়াল ১৪৪৫

চা শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেয়া জরুরি: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:৫১, ১৫ আগস্ট ২০২২  
চা শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেয়া জরুরি: জি এম কাদের

ছবি: সংগৃহীত

ঢাকা (১৫ আগস্ট): চা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে কাদের বলেন, যুগ যুগ ধরে চা শ্রমিকরা ন্যায্য অধিকার বঞ্চিত। বিবেকহীন শোষণে ধংস হচ্ছে চা শ্রমিকদের স্বপ্ন। বর্তমান বাস্তবতায় শ্রমিকের দিনে মাত্র ১২০টাকা মজুরি শুধু অমানবিক নয়, এটি শোষণের নিকৃষ্ট উদাহরণ।

তিনি বলেন, দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করছে শ্রমিকরা। আসলে, দ্রব্যমূল্য উর্ধ্বগতির এমন বাস্তবতায় দৈনিক ৩০০ টাকা মজুরিও যথেষ্ট নয়। শোষণের শিকার চা শ্রমিকরা স্বপ্ন দেখার সাহসও হারিয়ে ফেলেছেন।

বিবৃতিতে তিনি অবিলম্বে চা শ্রমিকদের সকল অধিকার নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়