রোববার

১২ মে ২০২৪


২৯ বৈশাখ ১৪৩১,

০৩ জ্বিলকদ ১৪৪৫

চলে গেলেন ‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ খোদা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৪৭, ৪ জুলাই ২০২১   আপডেট: ১৬:৫২, ৪ জুলাই ২০২১
চলে গেলেন ‘সালাম সালাম হাজার সালাম’ গানের গীতিকার ফজল-এ খোদা

কবি, গীতিকার বীর মুক্তিযোদ্ধা ফজল-এ-খোদা

ঢাকা (০৪ জুলাই): কবি, গীতিকার, বীর মুক্তিযোদ্ধা তথা জননন্দিত ‘সালাম সালাম হাজার সালাম. হাজার সালাম শহীদ ভাইয়ের স্মরণে’ গানের রচয়িতা ফজল-এ খোদা আজ রবিবার ভোর চারটার দিকে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। কবি ফজল-এ-খোদার বড় ছেলে ওয়াসিফ-এ-খোদা গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

বীর মুক্তিযোদ্ধা ফজল-এ-খোদা বহু কালজয়ী গানের গীতিকার । যেমন—  ‘ভাবনা আমার আহত পাখির মতো’,  ‘ভালোবাসার মূল্য কত, আমি কিছু জানি না’,  ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’,  ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’,  ‘বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়’,  ‘বউ কথা কও পাখির ডাকে ঘুম ভাঙেরে’,  ‘খোকন মণি রাগ করে না’,  ‘প্রেমের এক নাম জীবন’।

ফজল-এ খোদা ১৯৬৩ সালে বেতারে এবং ১৯৬৪ সালে টেলিভিশনে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন। ছড়াকার হিসেবে লেখালেখি শুরু করেছিলেন তিনি। দেশাত্মবোধক, আধুনিক, লোক সংগীত এবং ইসলামিক গান লিখে তিনি প্রশংসা কুড়িয়েছেন।

এ ছাড়া, তিনি ছিলেন ঢাকা বেতারের সাবেক এই আঞ্চলিক পরিচালক এবং শিশু কিশোরদের সংগঠন ‘শাপলা শালুকের আসর’-এর প্রতিষ্ঠাতা পরিচালক।

গীতিকার, কবি, সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা ফজলে খোদা ১৯৪১ সালের ৯ মার্চ পাবনা জেলার বেড়া থানার বনগ্রামে জন্মগ্রহণ করেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়