শুক্রবার

২৬ এপ্রিল ২০২৪


১৩ বৈশাখ ১৪৩১,

১৭ শাওয়াল ১৪৪৫

চেক ডিজঅনার মামলা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:০০, ১ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৮:০৫, ১ ডিসেম্বর ২০২২
চেক ডিজঅনার মামলা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত

ছবি: সংগৃহীত

ঢাকা (০১ ডিসেম্বর): কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা নিয়ে দেওয়া হাইকোর্টের রায় দুই মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে ব্র্যাক ব্যাংকের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ স্থগিতাদেশ দেন।

চেক ডিজঅনার মামলায় বিচারিক আদালতে দণ্ডিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বরাইল গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ আলীসহ তিনজনের আপিল মঞ্জুর করে ২৩ নভেম্বর হাইকোর্ট রায় দেন।

এ রায় স্থগিত চেয়ে ব্র্যাক ব্যাংক আপিল বিভাগে পৃথক তিনটি আবেদন করে, যা ২৮ নভেম্বর চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। সেদিন চেম্বার আদালত আবেদনগুলো ১ ডিসেম্বর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

এর ধারাবাহিকতায় আজ শুনানি হয়। এতে আর্থিক প্রতিষ্ঠান চেক ডিজঅনারের মামলা করতে পারবে না বলে দেওয়া হাইকোর্টের রায় দুই মাসের জন্য স্থগিত করেন আপিল বিভাগ।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়