শুক্রবার

২৬ এপ্রিল ২০২৪


১৩ বৈশাখ ১৪৩১,

১৭ শাওয়াল ১৪৪৫

অস্ট্রেলিয়া, ব্রিটেন, যুক্তরাষ্ট্রকে মাসুল দিতে হবে: চীন

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:৪০, ৯ ডিসেম্বর ২০২১  
অস্ট্রেলিয়া, ব্রিটেন, যুক্তরাষ্ট্রকে মাসুল দিতে হবে: চীন

ছবি: সংগৃহীত

ঢাকা (০৯ ডিসেম্বর): আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে সরকারি প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র যে ‘ভুল’ করেছে, সেজন্য তাদেরকে মাসুল দিতে হবে বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হুশিয়ারি দিয়েছে। খবর রয়টার্স।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বৃহস্পতিবার বলেছেন, ‘যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া অলিম্পিক প্ল্যাটফর্মকে রাজনৈতিক সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।’

নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ এ কৃতকর্মের জন্য তাদেরকে মাসুল গুনতে হবে।’

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান বাইডেন প্রশাসন চীনের ওপর নানামুখি চাপ অব্যাহত রাখায় বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কে মারাত্বক অবনতি ঘটে। বাণিজ্য, করোনাভাইরাসের উৎস এবং দক্ষিণ চীন সাগরের সমুদ্রসীমা নিয়ে দুপক্ষের টানা পড়েন চলছে।

এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভায় জোর করে শ্রমিকদের দিয়ে কাজ করানোর অভিযোগ তুলে চীনের জিংজিয়াং থেকে পণ্য আমদানি বন্ধের লক্ষ্যে একটি প্রস্তাব পাশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হাও ফেং বলেছেন, ‘চীন দৃঢ়তার সঙ্গে এ পদক্ষেপের আপত্তি জানাচ্ছে।’

নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের অনতিবিলম্বে এ ধরণের কার্যকলাপ বন্ধ করা উচিৎ। চীনের  অধিকার এবং স্বার্থ রক্ষায় আমরাও প্রয়োজনীয় উদ্যোগ নেবো।’

যুক্তরাষ্ট্র নিজেই একপক্ষীয়, রক্ষণশীল মতবাদের চর্চা করে এবং মানবাধিকারের নামে চীনকে নীপিড়ন করে বলে তিনি মন্তব্য করেন।

গাও হুশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের এ অবস্থান দুই দেশের কোম্পানি এবং ভোক্তাদের স্বার্থ মারাত্বক ভাবে ব্যহত করবে, বিশ্বব্যাপী সরবরাহ চেইনে চাপ বাড়াবে এবং বৈশ্বিক মন্দা কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় প্রভাব ফেলবে।           

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়