শুক্রবার

২৬ এপ্রিল ২০২৪


১৩ বৈশাখ ১৪৩১,

১৭ শাওয়াল ১৪৪৫

ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের ১৫০ বিলিয়ন ডলারের মামলা 

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:৫৭, ৭ ডিসেম্বর ২০২১   আপডেট: ১২:৫৮, ৭ ডিসেম্বর ২০২১
ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের ১৫০ বিলিয়ন ডলারের মামলা 

ছবি: ‘দ্য গার্ডিয়ান’ থেকে সংগৃহীত

ঢাকা (০৭ ডিসেম্বর): মায়ানমারের গণহত্যার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ মেটা’র বিরুদ্ধে প্রায় ১৫০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করেছে রোহিঙ্গারা। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালতে রোহিঙ্গাদের পক্ষের আইনজীবীরা মামলাটি দায়ের করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ‘দ্য গার্ডিয়ান’। 

রোহিঙ্গাদের করা মামলায় ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগ আনা হয়।

গার্ডিয়ানে প্রতিবেদনে বলা হয়েছে, মামলাটি করেছে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বহু সংখ্যক রোহিঙ্গা শরণার্থী। এতে বলা হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর অনুমতি দিয়েছে ফেসবুক। সামাজিক যোগাযোগমাধ্যমটি নির্যাতিত সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা প্রচার করতে বড় ভূমিকা রেখেছে। এর ক্ষতিপূরণ হিসেবেই রোহিঙ্গারা ১৫০ বিলিয়ন ডলারের দাবি করছে।

মামলার অভিযোগে বলা হয়, অর্থনৈতিকভাবে লাভবান হতেই উসকানিমূলক ভিডিও, সহিংসতা, অপপ্রচারের ভিডিও ও তথ্য সংবলিত পেজগুলোকে ব্যবহারকারীদের দেখাতে উৎসাহিত করেছে ফেসবুক। এতে ঘৃণ্য অপপ্রচার আরও বাড়ে। যা গণহত্যায় উসকানি হিসেবে কাজ করেছে।

প্রসঙ্গত, ২০১৭ সালে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মায়ানমারে সামরিক দমন অভিযানের সময় আনুমানিক ১০ হাজার রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হয়েছিল। তখনকার বিভিন্ন ছবি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়