বৃহস্পতিবার

০২ মে ২০২৪


১৯ বৈশাখ ১৪৩১,

২৩ শাওয়াল ১৪৪৫

বিশ্বে ২৪ ঘণ্টায় ২৬ লাখেরও বেশি মানুষ করোনাক্রান্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:২২, ৭ জানুয়ারি ২০২২   আপডেট: ১৬:০৭, ৭ জানুয়ারি ২০২২
বিশ্বে ২৪ ঘণ্টায় ২৬ লাখেরও বেশি মানুষ করোনাক্রান্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবি: সংগৃহীত

ঢাকা (০৭ জানুয়ারি):  সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় ২৬ লাখেরও বেশি লোক করোনাক্রান্ত হয়েছে। এ সংখ্যা আগের আক্রান্তের রেকর্ড ভেঙে দিয়েছে।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বৃহস্পতিবার এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে।

এতে বলা বলা হয়েছে, পুরো মহামারিকালে আক্রান্তের এ সংখ্যা সর্বোচ্চ।

ডাব্লিউএইচও রিপোর্টে জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়েছে ২৯ কোটি ৬৪ লাখ ৯৬ হাজার ৮০৯ জন। মারা গেছে ৫৪ লাখ ৬২ হাজার ৬৩১ জন। দৈনিক করোনাক্রান্তের সংখ্যা বাড়ছে ২৬ লাখ ১৮ হাজার ১৩০ জন। মৃতের সংখ্যা বাড়ছে আট হাজার ১৬৮ জন করে।

আক্রান্তের অধিকাংশ সংখ্যাই যুক্তরাষ্ট্রে। সেখানে আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার ৩২৭ জন। এর পরই অবস্থান ভারতের। সেখানে মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ৫১ লাখ ৯ হাজার ২৮৬ জন। ব্রাজিলে দুই কোটি ২৩ লাখ ২৩ হাজার ৮৩৭ এবং যুক্তরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৩৩৮ জন।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়