বুধবার

১৫ মে ২০২৪


১ জ্যৈষ্ঠ ১৪৩১,

০৭ জ্বিলকদ ১৪৪৫

জয়পুরহাটে  কৃষক হত্যার ২২ বছর পর ১৯ আসামির যাবজ্জীবন কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:৪৮, ২৯ এপ্রিল ২০২৪  
জয়পুরহাটে  কৃষক হত্যার ২২ বছর পর ১৯ আসামির যাবজ্জীবন কারাদণ্ড 

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটে কৃষক আব্দুর রহমান হত্যা মামলায় প্রায় ২২ বছর পর ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট নিপেন্দ্রনাথ মন্ডল।

দণ্ডিত সবার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামে। তাদের মধ্যে দুইজন পলাতক রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০২ সালের ২২ নভেম্বর রাতে পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের সামসুদ্দিনের ছেলে কৃষক আব্দুর রহমানকে ধানের জমি থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায় আসামীরা।

এরপর তাকে আটকে রেখে নির্মমভাবে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। এসময় আসামিরা পা দিয়ে আব্দুর রহমানের বুকে-পিঠে লাথি দিয়ে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের ভাই আব্দুল বারিক মুন্সী বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়