মঙ্গলবার

৩০ এপ্রিল ২০২৪


১৭ বৈশাখ ১৪৩১,

২১ শাওয়াল ১৪৪৫

পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:১৯, ২৭ অক্টোবর ২০২১   আপডেট: ১৮:৩৯, ২৭ অক্টোবর ২০২১
পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি

ছবি: সংগৃহীত

ঢাকা (২৭ অক্টোবর): মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে রো রো ফেরি শাহ আমানতের ডুবে যাওয়ার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি করেছে নৌপরিবহণ মন্ত্রণালয়।

বুধবার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সুলতান আবদুল হামিদকে আহবায়ক ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (আইসিটি) রফিকুল ইসলাম তালুকদারকে সদস্য সচিব করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন-নৌপরিবহণ অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার ক্যাপ্টেন সাঈদ আহমেদ, স্থানীয় সরকার মানিকগঞ্জের উপ-পরিচালক, বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জোবায়ের ইবনে আওয়াল, নৌপুলিশ ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিটিসি)  পরিচালক (কারিগরি) মো. রাশেদুল ইসলাম।

কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে ফেরি দুর্ঘটনার কারণ ও ফেরির মানোন্নয়ন সংক্রান্ত সুপারিশ সম্পর্কিত প্রতিবেদন নৌপরিবহণ সচিব বরাবর দাখিল করতে হবে। কমিটিকে মানিকগঞ্জের ফেরি দুর্ঘটনার পাশাপাশি সাম্প্রতিককালে বেশ কয়েকটি ফেরি দুর্ঘটনার বিষয়ে সার্বিক ফেরি দুর্ঘটনার দিকটি অনুসন্ধনাপূর্বক ফেরি সার্ভিসের মানোন্নয়নের বিষয়ে দিক নির্দেশনা দিতে হবে।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়