শুক্রবার

২৬ এপ্রিল ২০২৪


১৩ বৈশাখ ১৪৩১,

১৭ শাওয়াল ১৪৪৫

কাল থেকেই ‘কঠোর লকডাউন’, মাঠে থাকবে বিজিবি-সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৫৮, ২২ জুলাই ২০২১   আপডেট: ২২:২৬, ২২ জুলাই ২০২১
কাল থেকেই ‘কঠোর লকডাউন’, মাঠে থাকবে বিজিবি-সেনাবাহিনী

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (২২ জুলাই): প্রাণঘাতি মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে গতকাল ২৩ জুলাই সকাল ৬টা থেকেই ‘কঠোর লকডাউন (বিধি-নিষেধ) শুরু হবে। এবারের এই বিধি-নিষেধ গতবারের চেয়েও কঠোর হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে ফের এ তথ্য জানান। 

এ সময় তিনি আরও জানান, লকডাউন শিথিলের মেয়াদ পিছিয়ে ২৭ জুলাই করার যে গুঞ্জন ছড়িয়েছে তার কোনো ভিত্তি নেই।  

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, গতবারের চেয়েও এবার কঠোর থাকবে প্রশাসন। বিধি-নিষেধ নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে।

তিনি আরও জানান, এই ১৪ দিন অফিস-আদালত, গার্মেন্টস-কলকারখানা ও রফতানিমুখী সব কিছুই বন্ধ থাকবে। এটা এ যাবতকালের সর্বাত্মক কঠোর বিধি-নিষেধ হতে যাচ্ছে। এ সময়ে মানুষের অফিসে যাওয়ার বিষয় নেই। যারা গ্রামে গেছেন, তারা জানেন যে অফিস বন্ধ। তাদের ৫ তারিখের পরে আসতে হবে।

মন্ত্রী আরও জানান, সবাইকে ঘরে থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে আসা যাবে না। জরুরি কারণে বাইরে আসলে ডাবল মাস্ক পরতে হবে।

প্রসঙ্গত, পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে সরকার গত ১৪ জুলাই মধ্যরাত থেকে আগামী ২৩ জুলাই সকাল ৬টার আগপর্যন্ত বিধি-নিষেধ শিথিল করে। 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়