বৃহস্পতিবার

০২ মে ২০২৪


১৯ বৈশাখ ১৪৩১,

২৩ শাওয়াল ১৪৪৫

করোনায় আক্রান্ত ৫ দশমিক ৭৯ শতাংশ, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:২৭, ৮ জানুয়ারি ২০২২   আপডেট: ১৭:৩৮, ৮ জানুয়ারি ২০২২
করোনায় আক্রান্ত ৫ দশমিক ৭৯ শতাংশ, একজনের মৃত্যু

গ্রাফিক্স:বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (০৮ জানুয়ারি): সারাদেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এর আগের দিনও সারাদেশে একজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯ জন। এতে আক্রান্ত হয়েছেন ১১১৬ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৭৯ শতাংশ।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় কমলেও শনাক্ত বেড়েছে। নতুন করে এতে আক্রান্ত হয়েছেন ১,১১৬ জন। আগের দিন এ সংখ্যা ছিল ১,১৪৬ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ২০৯ জনে।

এতে আরও বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৫৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১৫ লাখ ৫০ হাজার ৬৮৮ জন হয়েছে।

গ্রাফিক্স:বিজনেস ইনসাইডার বাংলাদেশএতে আরো বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ২৭৫ টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ১,১১৬ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৭৯। গতকাল শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬৭।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়