শুক্রবার

১৭ মে ২০২৪


৩ জ্যৈষ্ঠ ১৪৩১,

০৯ জ্বিলকদ ১৪৪৫

চীনে বিস্ফোরণে ভবন ধস, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:৪৬, ৮ জানুয়ারি ২০২২   আপডেট: ১৮:৫৭, ৮ জানুয়ারি ২০২২
চীনে বিস্ফোরণে ভবন ধস, নিহত ১৬

ছবি: এনডিটিভি থেকে সংগৃহীত

ঢাকা (০৮ জানুয়ারি): চীনের চংকিং শহরে একটি ভবন বিস্ফোরণের পর ধসে পড়লে অন্তত ১৬ জন নিহত হয়েছে। ওই ভবনে থাকা ক্যান্টিনে 'গ্যাস লিকেজ' থেকে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে এ বিস্ফোরণ ঘটে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে শনিবার এ বিস্ফোরণের খবর প্রচার করা হয়। খবর, আল জাজিরা, রয়টার্স ও এনডিটিভি’র।

সিসিটিভি’র বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানায়, ঘটনাস্থল থেকে ২৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ১৬ জনকে মৃত ঘোষণা করেন। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরাও হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে উদ্ধার কাজ এখনো শেষ হয়নি। 

প্রতিবেদনগুলো থেকে আরও জানা যায়, স্থানীয় লোকজন যখন দুপুরের খাবার খাচ্ছিল তখন বিস্ফোরণটি ঘটে।  

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়