সোমবার

১৩ মে ২০২৪


৩০ বৈশাখ ১৪৩১,

০৫ জ্বিলকদ ১৪৪৫

টেস্ট চ্যাম্পিয়নশিপের তকমা থেকে নিউজিল্যান্ডের দূরত্ব ১৩৯ রান

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৫৬, ২৪ জুন ২০২১   আপডেট: ০২:০৫, ২৪ জুন ২০২১
টেস্ট চ্যাম্পিয়নশিপের তকমা থেকে নিউজিল্যান্ডের দূরত্ব ১৩৯ রান

ছবি সংগৃহীত

ঢাকা (জুন ২৩): ষষ্ঠদিনের খেলার দ্বিতীয় ইনিংসে ভারতের লিড সংগ্রহ মাত্র ১৩৮ রান। যেখানে তাদের দলীয় মোট রানই হচ্ছে ১৭০। ফলে জয়ের পাল্লা এখন নিউজিল্যান্ডেরই দিকেই বেশি ভারী। নিউজিল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপের তকমা পেতে এখন দরকার মাত্র ১৩৯ রানের।

যদিও রিজার্ভ ডে’র শুরুতে বৃষ্টিবিঘ্নিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাই ছিল বেশি, যা ভারত-নিউজিল্যান্ড দুই দলেরই ভালো করে জানা ছিল। তবুও, দুই দলেরই চেষ্টা ছিল জয়ের কিছুটা সম্ভাবনা থাকলেও সেটি হাতছাড়া না করার।

এর আগের দিনই নিউজিল্যান্ডের পেস বোলার টিম সাউদি ফেরান ভারতের দুই ত্রাস ওপেনার ব্যাটসম্যান শুবমান গিল ও রোহিত শর্মাকে। ১১তম ওভারে টিম সাউদির বলে শুবমান (৮) এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন। সঙ্গীকে হারিয়ে রোহিত অবশ্য চেতশ্বর পূজারার সঙ্গে সাবলিল ব্যাটিং করছিলেন। যদিও শেষ পর্যন্ত ৮১ বলে ৩০ রান করে সাউদির বলেই এলবিডব্লিউর শিকার হন তিনিও।

দিনের বাকি সময়টা বিরাট কোহলি ও চেতশ্বর পূজারা অপরাজিত থেকে শেষ করেন। কিন্তু আজ রিজার্ভ-ডে’তে এসে দিনের শুরুতেই পতন ঘটে এই দুই তারকা ব্যাটসম্যানের। মাত্র ১৩ রান করে কোহলি ও ১৫ রান করে পূজারা আউট হোন কাইল জেমিসনের ওভারে।

দুই মিডল-অর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে ভারত কিছুটা দ্রুত লিড নেয়ার চেষ্টা করছিল রিশাভ পান্তের দৌলতে। কিন্তু পান্তের সঙ্গী রাহানে ১৫ রানে ক্যাচ তুলে আউট হলে, রিশাভও বেশিক্ষণ থিতু হতে পারেননি।

রিশাভ ৪১ রানে শিকার হোন ট্রেন্ট বোল্টের ওভারে। তার আগেই শেষ ব্যাটসম্যান জাদেজাও ১৬ রান করে আউট হোন ওয়াগনারের বলে। এরপর মোহাম্মদ সামি ও বুমরাহকেও আউট করে ভারতের ইনিংস শেষ করে দেন টিম সাউদি।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়