শনিবার

২৭ এপ্রিল ২০২৪


১৪ বৈশাখ ১৪৩১,

১৮ শাওয়াল ১৪৪৫

ম্যাচ হেরে সুপারলিগের তলানিতে মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৪৮, ২৩ জুন ২০২১  
ম্যাচ হেরে সুপারলিগের তলানিতে মোহামেডান

ছবি সংগৃহীত

ঢাকা (জুন ২৩): বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারালো শেখ জামাল স্পোর্টিং ক্লাব। মোহামেডানের দেয়া ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ বল বাকি থাকতেই ৩ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে শেখ জামাল। ফলে ৭ উইকেটের জয় পায় নুরুল হাসান সোহানের দল।

লক্ষ্য পূরণ করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় শেখ জামাল। এরপর মোহাম্মদ আশরাফুল এবং ইমরুল কায়েস শুরুর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। ২৫ রান করে ইমরুল আউট হলে ভাঙ্গে তাদের এই জুটি।

আশরাফুল অবশ্য ৪২ বলে ৩৮ রানে আউট হয়েছেন। আর ইনিংসের শেষ দিকে আবারো ৩১ বলে ৩৬ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সোহান। তবে ৬ বলে বাকি থাকতে জয়ের কৃতিত্ব অবশ্য তানভীর হায়দারের। তার ব্যাট থেকে আসে ১৭ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস।

আগে ব্যাট করে পারভেজ হোসেন ইমন ও শামসুর রহমান শুভর ব্যাটে ৯ উইকেটে ১৩৩ রান তোলে মোহামেডান। শুভ সর্বোচ্চ ৪৯ রান করেন। ইমনের ব্যাট থেকে এসেছে ৪৬ রান।

বল হাতে ১৭ রানে ৩ উইকেট নিয়ে শেখ জামালের সেরা বোলার পেসার ইবাদত হোসেন। ৩ উইকেট পেয়েছেন জিয়াউর রহমানও।

শুরুতে ইমন ও শুভর ব্যাটে মোহামেডান দারুণ ব্যাটিং করছিল। এ জুটি লেগ স্পিনার আফ্রিদি ভাঙলে বিপর্যয়ে পড়ে মোহামেডান। শেষ দিকে রানের চাকা থেমেই গিয়েছিল। শেষ ৫ ওভারে মাত্র ২৮ রান তুলেছে মতিঝিল পাড়ার দলটি। এ সময়ে বাউন্ডারি এসেছে মাত্র ৪টি।

ইমন আগের ম্যাচে ২০ বলে ৪৫ রান করেছিলেন। আজ ৩৫ বলে করলেন ৪৬ রান। ৩টি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন তিনি। শুভর ইনিংসটি ছিল মন্থর। ৪০ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৪৯ রানের ইনিংসটি খেলেন।

এই হারে ১৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ৬ দলের মধ্যে টেবিলের তলানিতে পড়ে রইল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সমান সংখ্যক ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়