বুধবার

০৮ মে ২০২৪


২৫ বৈশাখ ১৪৩১,

২৯ শাওয়াল ১৪৪৫

ফের বাড়ছে মৃত্যুর সংখ্যা: ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৯ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:০৩, ২৫ সেপ্টেম্বর ২০২১  
ফের বাড়ছে মৃত্যুর সংখ্যা: ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৯ মৃত্যু

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ময়মনসিংহ (২৫ সেপ্টেম্বর): বিগত কয়েকদিনের তুলনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মৃত্যুর সংখ্যা আবারও বৃদ্ধি পেয়েছে। হাসপাতালটির করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। 

এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১ জন ও করোনা উপসর্গ নিয়ে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগের ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছিল। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৮২টি নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৫৯ শতাংশ। 

আজ শনিবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডা. মোহাম্মদ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের অনিল চক্রবর্তী (৮৫)।

আর করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন— ময়মনসিংহ সদরের সমলা (৭০), তহুরা বেগম (৪৫), তারাকান্দা উপজেলার আয়েশা খাতুন (৭৫), হালুয়াঘাটের মেদেন সিথিল (৬২), নেত্রকোণা সদরের আয়েশা আক্তার (৭০), দুর্গাপুর উপজেলার প্রমোধ পাল (৬০), মোহনগঞ্জের শফিকুল ইসলাম (১৫) ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাসমত আলী (৬০)। 

জেলাওয়ারী হিসেবে করোনার উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ৪ জন , নেত্রকোণার ৩ জন ও ১ জন টাঙ্গাইল জেলার অধিবাসী।

ডা. মোহাম্মদ মহিউদ্দিন খান মুন আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৩৩ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ১২ জন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৭ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। 

এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৮২টি নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৫৯ শতাংশ। 

এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৫৮ জন এবং সুস্থতা লাভ করেছেন ২০ হাজার ৮১১ জন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়