রোববার

১৯ মে ২০২৪


৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

১১ জ্বিলকদ ১৪৪৫

প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:০৭, ৭ মে ২০২৪   আপডেট: ১৩:১৪, ৭ মে ২০২৪
প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ। আজ মঙ্গলবার (৭ মে) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।

জানা গেছে, সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানরা ঢাকা সফর করবেন। অ্যামি পোপকে দিয়ে এই সফর শুরু। আইওএম মহাপরিচালক গত ৫ মে ঢাকায় এসেছেন। থাকবেন ৯ মে পর্যন্ত।

উল্লেখ্য, গত বছরের ১ অক্টোবর আইওএম মহাপরিচালকের দায়িত্ব পান অ্যামি পোপ। সংস্থাটির ৭৩ বছরের ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক হন তিনি।

আইওএমে যোগ দেওয়ার আগে অ্যামি পোপ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা ছিলেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়