মঙ্গলবার

০৭ মে ২০২৪


২৪ বৈশাখ ১৪৩১,

২৮ শাওয়াল ১৪৪৫

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ১৩ মৃত্যু

রাজশাহী ব্যুরো || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:১৭, ২১ জুন ২০২১  
রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ১৩ মৃত্যু

ফাইল ছবি

রাজশাহী (২১ জুন): রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৬ এবং উপসর্গ নিয়ে বাকি ৭ জন মারা গেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন, মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, রাজশাহীর ৩ জন, নাটোরের ৩ জন এবং নওগাঁর একজন রয়েছেন।  

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন করে রোগী ভর্তি হয়েছেন ৬২ জন। যার মধ্যে শুধু রাজশাহীরই ৪৫ জন রয়েছেন। এ নিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪০২ জন। ভর্তি রোগীর মধ্যে রাজশাহীতে ২৬৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭০ জন, নাটোরের ৩০ জন, নওগাঁর ২৯ জন, পাবনার ৫ জন, কুষ্টিয়ার ২ জন ও চুয়াডাঙ্গার ২ জন রয়েছেন। 

হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা ইউনিটে মৃত ১৩ জনের মধ্যে পুরুষ ৪ ও নারী ৯ জন। এদের অধিকাংশের বয়স ৩৫-৬০ বছরের মধ্যে বলে জানান তিনি।

ওই সূত্রে আরও জানা যায়, এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৭৭টি নমুনা পরীক্ষায় ২০৬ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৪৩ দশমিক ১৯শতাংশ।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়