ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের সাক্ষাৎ
ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

ছবি: ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের সাক্ষাৎ
ঢাকা (০৮ সেপ্টেম্বর): ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৈঠকে দুজন দ্বিপক্ষীয় অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন। খবর ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক।
ভারতের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের এক টুইটে বিষয়টি জানিয়ে বলা হয়েছে, এর আগে নয়াদিল্লির সাউথ ব্লকে গার্ড অব অনার গ্রহণ করেন বাংলাদেশ সেনাপ্রধান।
ভারত সফরের তৃতীয় দিনে মঙ্গলবার নয়াদিল্লীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে মহান স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের সেনাপ্রধান। এ তথ্যও এক টুইটবার্তায় নিশ্চিত করেছে ভারতের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের পঞ্চাশতম বর্ষ উদযাপন উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারত সফর করছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ। এর আগে গত এপ্রিল মাসে প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে বাংলাদেশে পাঁচদিনের সফরে এসেছিলেন ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভনে।