মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো ৫ প্রবাসী বাঙালীকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:৩০, ১২ জানুয়ারি ২০২১  
সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো ৫ প্রবাসী বাঙালীকে সম্মাননা

সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো ৫ প্রবাসী বাঙালীকে সম্মাননা

ঢাকা (১১ জানুয়ারি): ইতালি থেকে সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী পাঁচজন বাংলাদেশীকে “রেমিটেন্স পুরস্কার” দেন রোমের বাংলাদেশী রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান।

গত রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় । ইতালি থেকে বাংলাদেশে জুলাই ২০১৯- জুন ২০২০ সময়ে যারা সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন তাদেরকে (৮ শুক্রবার) দূতাবাসে এক অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে দূতাবাসের কাউন্সিলর (শ্রমকল্যাণ) মোঃ এরফানুল হক বাংলাদেশ সরকারের প্রবাসীদের অধিকার রক্ষা, তাদের কল্যাণ, বৈধ পথে রেমিটেন্স প্রেরণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সমূহের উপরে একটি প্রতিবেদন পেশ করেন।

বাংলাদেশর রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান পুরস্কার প্রাপ্তদের ধন্যবাদ জানান এবং রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্যে প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক ধন্যবাদ জানান।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়