সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

করোনায় বিশ্বে একদিনে মৃত্যু ৮ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:১৮, ১৫ ডিসেম্বর ২০২০  
করোনায় বিশ্বে একদিনে মৃত্যু ৮ হাজারের বেশি

ফাইল ছবি

ঢাকা (১৫ ডিসেম্বর): বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে প্রায় ৮ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ২০ হাজার ৪৯০ জনে। মঙ্গলবার জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে এ কথা জানা গেছে। খবর ইউএনবি।

জেএইচইউ জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় প্রায় ৬ লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৯৩৬ জনে। আগের দিন সোমবার এ সংখ্যা ছিল ৭ কোটি ২২ লাখ ২১ হাজার ৬৩৪ জন।

এরই মধ্যে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ১২ লাখ ২২ হাজার ৫৪১ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত এক কোটি ৬৫ লাখ ১৫ হাজার ৭১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে মোট ৩ লাখ ৪৭৪ জন মৃত্যুবরণ করেছেন।

করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। আর মৃত্যু নিয়ে ভারত আছে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

ভারতে মোট আক্রান্ত ৯৮ লাখ ৮৪ হাজার ১০০ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৩ হাজার ৩৫৫ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৬৯ লাখ ২৭ হাজার ১৪৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮১ হাজার ৮৩৫ জনের।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়