বৃহস্পতিবার

০৯ মে ২০২৪


২৬ বৈশাখ ১৪৩১,

০১ জ্বিলকদ ১৪৪৫

অস্ত্রধারীদের সঙ্গে তালেবানের সংঘর্ষ, ৭ শিশুসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১১:৪৫, ২৬ অক্টোবর ২০২১   আপডেট: ১১:৪৬, ২৬ অক্টোবর ২০২১
অস্ত্রধারীদের সঙ্গে তালেবানের সংঘর্ষ, ৭ শিশুসহ নিহত ১৬

ছবি: সংগৃহীত

ঢাকা (২৬ অক্টোবর): আফগানিস্তানের হেরাতে একদল অস্ত্রধারীর সঙ্গে তালেবানের তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে। লড়াইয়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৭ জন শিশু ও ৩ জন নারী রয়েছেন।

গতকাল সোমবার এ তথ্য জানায় আফগানিস্তানের গণমাধ্যম ‘টোলো নিউজ’।

টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ইসলামিক আমিরাতের ৩ জন নিহত হয়েছেন। যে ঘরে হামলা চালানো হয়েছে, সেটির মালিক আইএস-সংশ্লিষ্ট কেউ। এদিকে,  তথ্য ও সংস্কৃতি বিভাগের হেরাতপ্রদেশের পরিচালক মৌলভী নাইমুল হক হাক্কানী বলেন, সংঘর্ষে ৪ অপহরণকারী নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, হেরাত শহরের পুলিশ কর্মকর্তা মীর আঘা বলেন, আমরা বিপুল অস্ত্র, বিস্ফোরণ ও গ্রেনেড জব্দ করা হয়েছে। ইসলামিক আমিরাতের এক সদস্য বলেন, সংঘর্ষ শুরু হয়েছে সকাল সাড়ে ১০টার দিকে। চলে বিকাল ৪টা পর্যন্ত। অস্ত্রধারীদের হাতে একে-৪৭ এবং মেশিনগান ছিল। ওই সংঘর্ষে আশপাশের বেশ কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সন্ত্রাসী সংগঠন আইএসকে   ঠেকানোর চেষ্টা শুরু করে। এর মধ্যে দেশের বিভিন্ন জায়গায় শিয়া সম্প্রদায় এবং তালেবানের নিরাপত্তারক্ষীর ওপর হামলা চালিয়েছে ওই সন্ত্রাসীগোষ্ঠীটি।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়