সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিশ্বে করোনায় ১৫ লাখ ৫৫ হাজার জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:৪৯, ৯ ডিসেম্বর ২০২০  
বিশ্বে করোনায় ১৫ লাখ ৫৫ হাজার জনের মৃত্যু

ফাইল ছবি

ঢাকা (৯ ডিসেম্বর): বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৮১ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৫ লাখ ৫৫ হাজার। বুধবার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্যে এ কথা জানা গেছে।

সিএসএসইর তথ্যে বলা হয়েছে, বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৮১ লাখ ৬১ হাজার ১৫৬ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৮৯৮ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৪ কোটি ৩৮ লাখ ৯৯ হাজার ৭১৭ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বুধবার সকাল পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ছিল ১ কোটি ৫১ লাখ ৬১ হাজার ৮০৭ জন। আর এ মহামারিতে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২ লাখ ৮৬ হাজার ১৮৯ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় এর অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৬ লাখ ৭৪ হাজার ৯৯৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৮ হাজার ১৫৯ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ৩ হাজার ৭৭০ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪০ হাজার ৯৫৮ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় এর অবস্থান ১২ নম্বরে। মেক্সিকোতে বুধবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৮২ হাজার ২৪৯ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১০ হাজার ৮৭৪ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে এর অবস্থান সপ্তম। এখন পর্যন্ত যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৫৪ হাজার ৮৮১ জন এবং মৃত্যু হয়েছে ৬২ হাজার ১৩০ জনের।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়