সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

পেন্টাগনের প্রধান হিসেবে বাইডেনের পছন্দ সাবেক জেনারেল অস্টিন

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:২৬, ৮ ডিসেম্বর ২০২০  
পেন্টাগনের প্রধান হিসেবে বাইডেনের পছন্দ সাবেক জেনারেল অস্টিন

ছবি: বিবিসি

ঢাকা (৮ ডিসেম্বর): যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন অবসর প্রাপ্ত জেনারেল লয়েড অস্টিনকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। আফ্রিকান বশোদ্ভূত আমেরিকান নাগরিক জেনারেল অস্টিন ২০০৩ সালে বাগদাদে মার্কিন সৈন্যের নেতৃত্ব দিয়েছিলেন। খবর বিবিসি।

জো বাইডেনের এ পছন্দের বিষয়টি যদি সিনেট অনুমোদন করে তাহলে ৬৭ বছর বয়সী জেনারেল অস্টিনই হবেন পেন্টাগণের নেতৃত্বে আসা প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান। ওবামা প্রশাসনে তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় কামান্ডের দায়িত্বে ছিলেন।    

ইরাক ও আফগানিস্তান যুদ্ধে দায়িত্ব পালন কারী চার তারকা বিশিষ্ট সাবেক এ সেনা কর্মকর্তা মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর পদ পাওয়ার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকা সাবেক আন্ডার-সেক্রেটারী অব ডিফেন্স মিশেল ফ্লউরনয়কে পেছনে ফেলে এগিয়ে গেলেন। বাইডেনের মন্ত্রিপরিষদের বিভিন্ন পদে আরো সংখ্যালঘুদের মনোনয়ন দিতে নব-নির্বাচিত এ প্রেসিডেন্টের ওপর চাপ থাকার প্রেক্ষাপটে তিনি এ পদে কৃষ্ণাঙ্গ এ জেনারেলকে মনোনয়ন দেন।

এ ব্যাপারে এখন পর্যন্ত অবশ্য বাইডেন বা জেনারেল অস্টিন আনুষ্ঠানিক ভাবে কোন মন্তব্য করেননি।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়