বৃহস্পতিবার

১৮ সেপ্টেম্বর ২০২৫


৩ আশ্বিন ১৪৩২,

২৫ রবিউল আউয়াল ১৪৪৭

চীনে ১০০ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে

|| বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:১৩, ১৭ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৭:১৪, ১৭ সেপ্টেম্বর ২০২১
চীনে ১০০ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে

ফাইল ছবি

ঢাকা (১৭ সেপ্টেম্বর): চীনের ১০০ কোটির বেশি মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে; যা চীনের মোট জনসংখ্যার ৭১ শতাংশ প্রায়। গতকাল বৃহস্পতিবার দেশটির সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয় বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং এক সংবাদ সম্মেলনে টিকা দেওয়ার বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। যদিও টিকা দেওয়ার টার্গেট কত তা প্রকাশ করেনি চীন সরকার। দেশটি প্রায় ১৪৫ কোটি লোক বাস করে বলে জানা গেছে। 

এদিকে, চীনের একজন শীর্ষ ভাইরোলজিস্ট ঝং আনশান জানিয়েছেন, বছর শেষে চীন ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। 

আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, চীনের বর্তমান জনসংখ্যা ১৪৪ কোটি ৬০ লাখ ২৪ হাজার ২০৭ জন।  দেশটিতে গতকাল বৃহস্পতিবারও ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়