Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো রবার্ট মুগাবেকে ঘুষ দিয়েছিল !

বৃহস্পতিবার

১৫ মে ২০২৫


১ জ্যৈষ্ঠ ১৪৩২,

১৬ জ্বিলকদ ১৪৪৬

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো রবার্ট মুগাবেকে ঘুষ দিয়েছিল !

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৫১, ১৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৮:৫৯, ১৩ সেপ্টেম্বর ২০২১
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো রবার্ট মুগাবেকে ঘুষ দিয়েছিল !

ছবি: সংগৃহীত

ঢাকা (১৩ সেপ্টেম্বর): ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্যানোরামার এক তদন্তে এমন প্রমাণ পাওয়া গেছে যা থেকে জানা যায়, ব্রিটেনের অন্যতম বড় কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) জিম্বাবুয়ের সাবেক নেতা রবার্ট মুগাবেকে ঘুষ দিয়েছে।

বিবিসি জানিয়েছে, তাদের হাতে আসা নথিতে দেখা গেছে, ২০১৩ সালে মুগাবের ঝানু-পিএফ পার্টিকে তিন থেকে পাঁচ লাখ ডলার ঘুষ দেওয়ার আলোচনায় জড়িত ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো।

নথিপত্রে আরও জানা যায়, বিএটি দক্ষিণ আফ্রিকায় ঘুষ দেওয়ার পাশাপাশি প্রতিদ্বন্দ্বীদের ক্ষতি করতে অবৈধ নজরদারিতেও যু্ক্ত ছিল। 

তবে, বিএটি দাবি, তারা কর্পোরেট আচরণের সর্বোচ্চ মানের প্রতি প্রতিশ্রুতিশীল।

প্রেসিডেন্ট মুগাবের ৩৭ বছর দেশ শাসন করেছেন। তিনি ২০১৭ সালে ক্ষমতাচ্যুত হন এবং ২০১৯ সালে মারা যান। ক্ষমতাসীন দল ঝানু-পিএফ পার্টি বর্তমানে নতুন নেতৃত্বে চলছে।

‘ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম’ ও ‘ইউনিভার্সিটি অব বাথে’র যৌথ অনুসন্ধ্যানে প্যানোরামার কাছে এসেছে হাজারো ফাঁস হওয়া নথিপত্র।

এসব নথি থেকে জানা যাচ্ছে, আফ্রিকার দক্ষিণাঞ্চল জুড়ে প্রায় দুই শ’ গোপন তথ্যদানকারীদের নেটওয়ার্ককে অর্থ দিয়েছিল বিএটি। 

এই কাজের সিংহভাগই ফরেনসিক সিকিউরিটি সার্ভিসেস (এফএসএস) নামে একটি দক্ষিণ আফ্রিকার বেসরকারি নিরাপত্তা সংস্থাকে আউটসোর্সিংয়ের মাধ্যমে সম্পন্ন করা হয়েছিল।

এফএসএস প্রকাশ্যে মুখ্যত কালোবাজারে সিগারেট বাণিজ্য ঠেকানোর কাজে যুক্ত। তবে, এর সাবেক কর্মীরা বিবিসিকে জানিয়েছেন, বিএটি’র প্রতিদ্বন্দ্বীদের ক্ষতি করতে তারা আইন ভেঙেছিল।

বিবিসি-র প্রতিবেদনে আরও বলা হয়েছে, অভ্যন্তরীণ নথিগুলোতে দেখা গেছে, একটি অভিযানে এফএসএস কর্মীদের বিএটি’র প্রতিযোগী তিনটি সিগারেট কোম্পানি বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এফএসএস ২০১২ সালে একটি সাভানা তামাক কারখানায় নজরদারি চালানোর জন্য একটি স্থানীয় প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করেছিল। খবর: বিবিসি।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়