Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন আফগান নারীরা, তবে সহশিক্ষা নয়

বৃহস্পতিবার

১৫ মে ২০২৫


১ জ্যৈষ্ঠ ১৪৩২,

১৬ জ্বিলকদ ১৪৪৬

বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন আফগান নারীরা, তবে সহশিক্ষা নয়

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:২৮, ১৩ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ০২:৩০, ১৩ সেপ্টেম্বর ২০২১
বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন আফগান নারীরা, তবে সহশিক্ষা নয়

ছবি: এএফপি-র সৌজন্যে

ঢাকা (১২ সেপ্টেম্বর): আফগান নারীরা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন, তবে ছেলেদের সঙ্গে এক কক্ষে বসে নয়। এবং তা চলবে পর্দার নিয়ম কানুন মেনে। তালেবানের শিক্ষামন্ত্রী আব্দুল বাকী হাক্কানী এবার সেই নিয়মই জানালেন আনুষ্ঠানিকভাবে৷ খবর, আল-জাজিরা।

সংবাদ-মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের তালেবান সরকারের শিক্ষামন্ত্রী শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে আজ রবিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আফগান নারীরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবেন। তারা স্নাতকোত্তর পর্যন্ত পড়তে পারবেন। তবে, ছেলে-মেয়ে একসঙ্গে বসে নয়। আলাদা ক্লাসরুমে বসে পড়তে পারবেন নারীরা এবং অবশ্যই হিজাব পরতে হবে তাদের।

তালেবান মন্ত্রী আরও বলেন, আজ যা আছে তার ওপর আমরা নির্মাণ শুরু করব।

এরইমধ্যে আফগানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে ছেলে ও মেয়েদের মাঝে পর্দা টানিয়ে ক্লাস নেওয়া হচ্ছে এমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, গত মাসের ১৫ তারিখে তালেবান কাবুল দখলে নেওয়ার পর সবচেয়ে শঙ্কার মধ্যে পড়েন দেশটির নারীরা। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়