Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
স্বাধীন কাতালোনিয়ার দাবিতে বার্সেলোনায় লাখো মানুষের মিছিল

বুধবার

১৪ মে ২০২৫


৩১ চৈত্র ১৪৩২,

১৬ জ্বিলকদ ১৪৪৬

স্বাধীন কাতালোনিয়ার দাবিতে বার্সেলোনায় লাখো মানুষের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:০০, ১২ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ২১:০৮, ১২ সেপ্টেম্বর ২০২১
স্বাধীন কাতালোনিয়ার দাবিতে বার্সেলোনায় লাখো মানুষের মিছিল

ছবি: রয়টার্সের সৌজন্যে

ঢাকা (১২ সেপ্টেম্বর): স্বাধীন কাতালোনিয়া রাষ্ট্রের দাবিতে বার্সেলোনায় লাখো মানুষ মিছিল করেছে। স্পেন থেকে পৃথক হয়ে এই স্বাধীন রাষ্ট্রের দাবি চলা মিছিলে স্লোগান দিতে, গান গাইতে এবং পতাকা দোলাতে দেখা গেছে। খবর, বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, ওই মিছিলের আয়োজন করেছিল তৃণমূল অ্যাসেম্বেলা ন্যাশনাল কাতালানা (এএনসি)। ২০১৭ সালে আটকের পর ক্ষমা করে দেওয়া ৯ বিচ্ছিন্নতাবাদী কাতালানকে মুক্তি দেওয়ার পর এটাই সংগঠনটির প্রথম র‍্যালি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিছিলের বেশিরভাগ অংশগ্রহণকারীর মুখ ঢাকা ছিল। দেশটির পুলিশ ধারণা করছে, আনুমানিক এক লাখ আট হাজার মানুষ র‍্যালিতে ছিল। তবে, এএনসির দাবি, অংশগ্রহণকারী ছিল চার লাখেরও বেশি।

রয়টার্স বলছে, ক্ষমা পাওয়া সেই ৯ নেতার কয়েকজন শনিবারের এই র‍্যালিতে অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, ১৭১৪ সালের ১১ সেপ্টেম্বর স্পেন কাতালুনিয়া দখল করে নেয়। ওই র‍্যালিতে সেই দিনের কথাও স্মরণ করা হয়েছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়