মায়ানমারে নিরাপত্তাবাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষ, নিহত অন্তত ২০
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (১১ সেপ্টেম্বর): মায়ানমারের নিরাপত্তা বাহিনী এবং বিদ্রোহী মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আজ শনিবার এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
দেশটির গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল-জাজিরা আরও জানায়, মায়ানমারে সামরিক সরকারের বিরোধীরা এই সপ্তাহে 'জনগণের প্রতিরক্ষামূলক যুদ্ধ'র আহ্বান জানানোর পর এটাই সবচেয়ে ভয়াবহ সহিংসতা। যেখানে নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহী মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে।
সংবাদ-মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মায়ানমারের সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, মায়ানমারের তরুণদের কাছে যা আছে তা নিয়ে লড়াই করা ছাড়া আর কোনো উপায় নেই।
প্রসঙ্গত, এ বছরের ১ ফেব্রুয়ারি মায়ানমারের ক্ষমতা দখল করেছে সামরিক বাহিনী। তখন থেকেই জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে দেশটিতে। অ্যাসিস্ট্যান্স এসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের হিসেব অনুযায়ী বিক্ষোভে এখন পর্যন্ত এক হাজার ৫৮ জন নিহত হয়েছে।