Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
উত্তর মেসিডোনিয়ার হাসপাতালে আগুন, ১০ করোনা রোগীর মৃত্যু

বুধবার

১৪ মে ২০২৫


৩১ বৈশাখ ১৪৩২,

১৬ জ্বিলকদ ১৪৪৬

উত্তর মেসিডোনিয়ার হাসপাতালে আগুন, ১০ করোনা রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:২৪, ৯ সেপ্টেম্বর ২০২১  
উত্তর মেসিডোনিয়ার হাসপাতালে আগুন, ১০ করোনা রোগীর মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকা (০৯ সেপ্টেম্বর): উত্তর মেসিডোনিয়ার কোভিড হাসপাতালে আগুনে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে।  খবর, বিবিসি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা যায়, তোতোভোর মূল সড়কের পাশে একটি ভবনে আগুন জ্বলতে দেখা যাচ্ছে এবং কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। স্থানীয় সময় বুধবার এ আগুন এক ঘণ্টারও কম সময়ের মধ্যে দমকলকর্মীরা নিভিয়ে ফেলেন।

প্রতিবেদনে বলা হয়, দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপস সতর্ক করে দিয়ে বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। জরুরিভাবে বেশ কিছু রোগীকে রাজধানী স্কোপজের হাসপাতালে পাঠানো হয়েছে। টুইটারে তিনি লেখেন, এটি খুবই দুঃখের একটি দিন।

ভেঙ্কো ফিলিপস এটাকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেন। তবে, আগুন লাগার সময় ওই হাসপাতালে কত রোগী চিকিৎসাধীন ছিলেন তা জানা যায়নি। এ অস্থায়ী হাসপাতালটি গত বছর করোনা রোগীদের জন্য বরাদ্দ করা হয়। 

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশটিতে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। সেখানে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৬ হাজার ১৫৩ জনের।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়