২০০ জনকে আফগানিস্তান ত্যাগের অনুমতি দিল তালেবান
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: সংগৃহীত
ঢাকা (০৯ সেপ্টেম্বর): আমেরিকানসহ বিভিন্ন দেশের ২০০ নাগরিককে আফগানিস্তান ত্যাগের অনুমতি দিয়েছে তালেবান। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, আগামী বৃহস্পতিবার এই ২০০ মানুষ আফগানিস্তান ছাড়বেন।
এদিকে তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ বলেছেন, সাবেক কর্মকর্তারা দেশে ফিরে আসলে আমরা তাদের নিরাপত্তার নিশ্চয়তা দেব। পাশাপাশি কূটনীতিক, দূতাবাস এবং মানবাধিকার ত্রাণেরও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেছেন, তালেবান এই অঞ্চল এবং বাইরের দেশগুলোর সঙ্গে পজিটিভ এবং শক্তিশালী সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়।
মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ তালেবানের প্রতিষ্ঠাতা ও প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা মোল্লা ওমরের রাজনৈতিক উপদেষ্টা ও ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি আরও বলেন, তালেবান নেতারা আফগান জনগণের প্রতি একটি মহান দায়িত্ব ও পরীক্ষার মুখোমুখি হয়েছেন।