Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
আফগানিস্তানের জনগণের কাছে ক্ষমা চাইলেন আশরাফ গনি

বুধবার

১৪ মে ২০২৫


৩১ বৈশাখ ১৪৩২,

১৬ জ্বিলকদ ১৪৪৬

আফগানিস্তানের জনগণের কাছে ক্ষমা চাইলেন আশরাফ গনি

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:১২, ৯ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৭:১৯, ৯ সেপ্টেম্বর ২০২১
আফগানিস্তানের জনগণের কাছে ক্ষমা চাইলেন আশরাফ গনি

ছবি: সংগৃহীত

ঢাকা (০৯ সেপ্টেম্বর): আফগানিস্তানের জনগণের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি বলেছেন, রক্তপাত এড়াতে এবং আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্যই এ পদক্ষেপ তার নেওয়া লেগেছে। 

গতকাল বুধবার টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। খবর, এনডিটিভি ও আল-জাজিরা।

প্রতিবেদনগুলোতে বলা হয়, বিবৃতিতে আশরাফ গনি বলেন, কাবুল ত্যাগ করা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি বিশ্বাস করি, বন্দুক চালানো বন্ধ রাখা এবং কাবুল ও শহরের ছয় মিলিয়ন বাসিন্দাদের রক্ষা করার এটাই একমাত্র পথ ছিল।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, তার পূর্বসূরীদের মতো তিনিও যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ও সমৃদ্ধি আনতে পারেননি। গভীর এবং খুবই দুঃখের সঙ্গে স্বীকার করছি যে, আমার নিজের অধ্যায় পূর্বসূরীদের অনুরূপ ট্র্যাজেডিতে শেষ হয়েছে। আমি এটাকে অন্যভাবে শেষ করতে না পারায় আফগান জনগণের কাছে ক্ষমাপ্রার্থী, যোগ করেন তিনি।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট তালেবানরা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে। ঠিক একইদিন সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যান আশরাফ গনি। অভিযোগ উঠেছে, পালানোর সময় বিপুল পরিমাণ নগদ অর্থ সঙ্গে করে নিয়ে যান সাবেক প্রেসিডেন্ট। তবে গনি সেই অভিযোগ অস্বীকার করেছেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়