তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

ছবি: আফগানিস্তানে নারীদের প্রতিবাদ সমাবেশ
ঢাকা (০৮ সেপ্টেম্বর): তালেবানের নতুন সরকারকে স্বীকৃতি না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আফগানিস্তানে তালেবান বিরোধী ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্ট (এনআরএফ)। খবর বিসিসি।
তালেবান নেতা ও তাদের সহযোগী এবং কেবল পুরুষ নেতাদের নিয়ে মঙ্গলবার রাতে গঠিত অর্ন্তবর্তীকালীন সরকারর এই মন্ত্রিসভাকে 'অবৈধ' হিসেবে উল্লেখ করেছে এনআরএফ।
এনআরএফ জানিয়েছে, 'তালেবানের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা আফগান জনগণের বিরুদ্ধে তাদের শত্রুতার একটি স্পষ্ট ইঙ্গিত'।
তালেবান কাবুলের উত্তরে পাঞ্জশির উপত্যকায় এনআরএফকে পরাজিত করার দাবি করলেও এনআরএফ নেতারা বলছেন, তারা এখনও সেখানে লড়াই চালিয়ে যাচ্ছেন।
নতুন সরকারে থাকা বেশ কয়েক জন তালেবান নেতা মার্কিন বাহিনীর উপর হামলায় জড়িত থাকায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
তালেবান ঘোষিত নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে রয়েছেন জাতিসংঘের নিষিদ্ধ ঘোষিত তালিকায় থাকা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। স্বরাষ্ট্রমন্ত্রী মনোনীত হওয়া সিরাজুদ্দিন হাক্কানিও মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই'র মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন।
ইইউ জানিয়েছে, তালেবান 'অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বশীল' সরকার গঠনের প্রতিশ্রুতি দিলেও তারা এমনটি করেনি।
এদিকে নারী বর্জিত নতুন আফগান সরকারকে গ্রহন করবে না জানিয়ে কাবুল এবং বাদাখশান প্রদেশে নারীরা বুধবার প্রতিবাদ সমাবেশ করেছেন।
তালেবানরা এ বিক্ষোভ সমাবেশের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার কথা অস্বীকার করে বলেছে, বিক্ষোভের আগে অনুমতি নিতে হবে। এছাড়া শ্লোগানে কোন ধরনের আক্রমাত্বক শব্দ ব্যবহার করা যাবে না।