Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
পিএইচডি, মাস্টার্স মূল্যহীন, মোল্লারাই শ্রেষ্ঠ: আফগান শিক্ষামন্ত্রী

বুধবার

১৪ মে ২০২৫


৩১ চৈত্র ১৪৩২,

১৬ জ্বিলকদ ১৪৪৬

পিএইচডি, মাস্টার্স মূল্যহীন, মোল্লারাই শ্রেষ্ঠ: আফগান শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:০৯, ৮ সেপ্টেম্বর ২০২১  
পিএইচডি, মাস্টার্স মূল্যহীন, মোল্লারাই শ্রেষ্ঠ: আফগান শিক্ষামন্ত্রী

তালেবান শাসনে কলেজে ছেলে-মেয়েদের আলাদা বসতে হচ্ছে। ছবি: রয়টার্স।

ঢাকা (০৮ সেপ্টেম্বর): তালেবান সরকারের কাছে পিএইচডি, মাস্টার্স ডিগ্রির কোনও মূল্য নেই বলে জানিয়েছেন নতুন সরকারের শিক্ষামন্ত্রী শেখ মৌলবি নুরুল্লা মুনির। তিনি বলেছেন, ‘এখনকার দিনে পিএইচডি এবং মাস্টার্স ডিগ্রি মূল্যহীন। কারণ মোল্লা ও তালেবান নেতাদের কারও পিএইচডি, মাস্টার্স এমনকি হাইস্কুলের ডিগ্রিও নেই। কিন্তু তাঁরাই শ্রেষ্ঠ।’

শিক্ষামন্ত্রী মুনিরের এই মন্তব্যের কড়া সমালোচনা শুরু হয়েছে। আফগানদের একাংশ আশঙ্কা করছেন, গত ২০ বছরে আফগানিস্তানে যে শিক্ষাব্যবস্থা চালু হয়েছিল, এই তালেবান শাসনে তা ভেঙে পড়তে পারে।

এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে তালেবান শাসনে মেয়েদের স্কুলে যাওয়ার অধিকার ছিল না। কিন্তু এ বার কাবুলের দখল নেওয়ার পরেই তারা জানিয়ে দেয়, মেয়েরা স্কুল-কলেজে যেতে পারবেন। তবে শরিয়তি আইন মেনে। অর্থাৎ হিজাব পরতে হবে তাঁদের। ছেলে-মেয়েদের আলাদা বসতে হবে বলেও জানায় তারা। তালেবানের এই নির্দেশ মেনে নেন ছাত্রীরা। কিন্তু পরবর্তীকালে তালেবান জানায়, শুধু হিজাব নয় তাদেরকে আবায়া ও নেকাবও পরতে হবে। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ছাত্রছাত্রীদের একাংশ। ফলে কাবুলে বিশ্ববিদ্যালয় খুললেও ক্লাসরুম প্রায় ফাঁকা। তালেবানের ফতোয়ার প্রতিবাদ করেছেন অধ্যাপকরাও।

তালেবানের নতুন সরকারে কার্যনির্বাহী প্রধানমন্ত্রী হিসাবে নাম ঘোষণা করা হয়েছে মোল্লা মহম্মদ হাসান আখুন্দের। মোল্লা আব্দুল গনি বরাদরকে কার্যনির্বাহী উপ-প্রধানমন্ত্রী করা হয়েছে। হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী। এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা সিরাজুদ্দিনকেও জায়গা দেওয়া হয়েছে নতুন সরকারে।

 

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়