তালেবান নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক
আফগানিস্তানে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে তালেবান নেতার বৈঠক। ছবি: তালেবান মুখপাত্র মোহাম্মদ নাইমের টুইটার
ঢাকা (০৭ সেপ্টেম্বর): কাবুলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন তালেবানের এক নেতা। দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে এই বৈঠক হয় বলে তালেবানের এক মুখপাত্র জানিয়েছেন। খবর, ভারতীয় বার্তা সংস্থা এএনআই।
এএনআই-এর প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার চীনা রাষ্ট্রদূত ওয়াং ইউয়ের সঙ্গে কাবুলে বৈঠক করেন কাতারস্থ তালেবানের রাজনৈতিক কার্যালয়ের উপপ্রধান আব্দুল সালাম হানাফি।
তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাইমের বরাত দিয়ে এএনআই জানায়, গত সোমবার চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তারা দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে রাষ্ট্রদূত ওয়াং আফগানিস্তানে চীনের মানবিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
এদিকে, চীনের গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে জানায়, চীন গতকাল সোমবার আফগান ইস্যুতে তার অবস্থানের পুনরাবৃত্তি করেছে। একটি উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও ব্যাপক প্রতিনিধিত্বমূলক সরকার গঠনে আফগানিস্তানকে সমর্থনের কথা ব্যক্ত করেছে চীন।